দাঁড়ি-কমাহীন-অসীম স্বপ্নরা করে পণ-
আঁকড়ে রাখতে চায় আমৃত্যু রাজাসন!
বালিয়াড়ি-মাঠ-ঘাট সব ভাবে আমার!
উর্ধে চেয়ে বলে কিছুই দেবো না ছাড়!
ভাবে! রাজ্যের পূর্ণ ক্ষমতা শুধুই তার;
র'বে না সেখানে আর কোন ভাগীদার!
স্বপ্নরা এমনই সর্বগ্রাসী করে ছারখার!
বোঝে না স্থান-কাল বা আচার-বিচার!
স্বপ্নদের কাছে ক'রো না আত্মসমর্পন!
নেই ওদের অনুমানবোধ-আত্মসম্মান;
চালায় শক্ত করে নির্বিশেষে কূটচাল!
আর তাই হয় স্বপ্নদ্রষ্টার তরে অকাল!
সেদিন, বাজি হেরে হয় বিবর্ণ প্রস্থান!
অবেশেষ করতে হয় স্বপ্নের বলিদান!