মাঝেমধ্যে ইচ্ছে করে ওদের মত আরণ্যক হয়ে যাই!
ভোগের মাদুলি গলায় ঝুলিয়ে সিংহাসনে বসতে চাই!
ইচ্ছে করে! দুনিয়াটা আবাদ করি নিজের মতন করে!
ইচ্ছে করে, রঙধনুর রঙ মেখে আসি! স্বপ্নে বাধা নাই!
সময় যদি সঙ্গ দিত, যাদুর কাঠি পূর্ণ করতো ইচ্ছাকে
পেরিয়ে যেতাম সাগর নদী! রাঙিয়ে নিতাম মনটাকে!
আমি হতাম স্বপ্নরানী-থমকে যেত মৃত্যু এসে প্রাঙ্গনে!
থাকতো না কেউ করতে দ্রোহ, নির্ভয়ে সাধের অঙ্গনে।
ইচ্ছেমত মন্ত্র পড়ে-গড়ে নিতাম যন্ত্রটাকে বিশ্বশাসনে;
চোখ রাঙাবার থাকতো না কেউ আমার গড়া কাননে!
রাজকোষটা আমার হতো কেউ যদি না হিসাব নিতো
স্বেচ্ছাচারিতা করে যেতাম, তখন থাকতো ওরা ভীত!
আসমান-জমিন ঘুরে-ফিরে দন্ড দিতাম যাকে-তাকে
চাবুক হাতে করতাম শাসন-ইচ্ছেমত বিশ্বভুবনটাকে!