মানবিক চিন্তা থেকে হৃদে জাগে-অনন্য বোধ।
সমাজ-সংসারের জরাজীর্ণ দশায় যন্ত্রণা বাড়ে-
বাড়ে মানুষের মনজুড়ে প্রতিবাদের আকাঙ্ক্ষা!
অচিরকালে জনপদে ভাষা পায় ঝাঁঝালো রূপ।
অন্তরে জাগে-নতুন সমাজ বিনির্মাণের প্রেরণা।
জাতি চায় মুক্তির সুস্বাদ জাগে মনে অভিলাষ;
নবপ্রজন্মের বাড়ে দায় যখন জনগণ নিরুপায়!
দৃঢ় পরীক্ষা তখন, নব যাত্রার আহবান জানায়!
পরিশুদ্ধ-আত্মার প্রয়োজনে প্রস্তুতি বেড়ে যায়;
ধেয়ে আসে ক্রমেই, প্রত্যাশিত পরীক্ষার ক্ষণ!
শেষ সময়ের ফেৎনা, বাধা হয়ে দাঁড়িয়ে যায়!
স্রষ্টা চান শুদ্ধ হতে করুক সবাই আত্মসমর্পণ!
উত্তীর্ণ-আত্মার মিলিত প্রয়াসে আসবে বিজয়!
প্রজন্মের অন্তরে জাগে, স্বপ্ন জয়ের-অভিপ্রায়!
সূচনা হয়ে যায় বিজয়াভিযান, সমগ্র দেশময়!
তাতেই মিলে স্রষ্টার সম্মতি! সত্যের হয় জয়।
যদিও ঝরে যায়! ছাত্র-জনতার তরতাজা খুন!
যা থেকে জন্ম নিবে, ঋদ্ধ দেশপ্রেমিকের ভ্রুণ।