স্বপ্নহীন মানুষও স্বপ্ন দেখতে পারে-
স্বপ্ন দেখার মত পরিবেশ ফিরে পেলে;
তেমন পরিবেশ মিলে, প্রভাবশালীরা দিলে!
প্রভাবশালীরা তখনই মানবিক হতে পারে-
যখন তাদের মাঝে মানবতা কাজ করে,
মানবতা তখনই কার্যকর হয়, যখন-
সমাজটা কল্যাণমুখী-উদার হলে।

কল্যাণমুখী সমাজ গড়তে হলে-
সহিষ্ণুতার বীজ রোপন করতে হবে;
মান্যবরদের হতে হবে লালসা-দুর্নীতিমুক্ত।
সাম্য প্রতিষ্ঠা করতে হবে, উদ্যমী হয়ে,
সংবরণ করতে হবে, প্রতিহিংসাকে;
সুশৃঙ্খল হতে হবে জনগণকে-
স্বপ্ন তখন দেখব নবরূপে।