স্বাধীনতাপূর্ব শান্তিকমিটি!
পরে দেখেছি শান্তিবাহিনী!
এখন চলে শান্তির সন্ধানে
মহারথীর কত আয়োজন!
কিন্তু হায়! শান্তি কোথায়?
দিবসশেষে বাড়ে দুর্যোগ
তবে, স্বপ্ন করে হৃদ জয়!
চলে উৎসব! বাড়িঘরময়।
তবে আর কোন কথা নয়;
সুখদীঘিতে করো সন্তরণ,
হয় তো হবে স্বপন পূরণ-
বরণ করলে হৃদে শ্লোক!
অনেকেই হয়েছে সহজে-
জমিনে বেহেস্তের লোক!