ক্রমেই ঘোলা করা হচ্ছে! বিশুদ্ধ-নির্মল জল!
গর্জন করে কৌশলের নামে ষড়যন্ত্রকারী খল!
আসলে ওরা সবাই, পচে যাওয়া মাকাল ফল!
ভীমরতি ধরেছেরে ! মাথায় হয়েছে গন্ডগোল!
আত্মবিশ্বাস হারিয়ে ধরেছে অন্যের পদযুগল!
যদি হয় কাজ তাতে, বাড়বে দেহে শক্তি-বল!
ওরাই নাকি করেছে উদ্ধার, হায়রে কি পাগল!
জোয়ার যদি আসে গাঙে-আষাঢ়ে নামলে ঢল!
ভেসে যাবে হাল-জাল, ডুবে যাবে আবাসস্থল!
পাবি না খুঁজে তোরা অশ্রু মুছার ছেঁড়া আঁচল!
চলবে একটানা মাঠ-ঘাট ভাসানো ঝড়-বাদল!
কে আর শুনবে সেদিন তোর ওই ভাঙ্গা মাদল!
তার চেয়ে ফিরিয়ে দে, চুরি করা সকল ফসল,
বাঁচুক দেশের জনগণ, ন্যায়ের পথে ফিরে চল।