সম্ভাবনার দ্বার খুলে ওরা
এনেছে নতুন দিন,
দুঃখ জয়ের শপথ নিয়ে
শুধবো তাঁদের ঋণ।
ত্যাগের ধারা থমকে গেছে
মুক্তির আশা ক্ষীণ!
ভোগের মাশুল গুনছি সবাই
সুখ হয়েছে লীন!
স্বপ্ন জয়ের বকছে প্রলাপ
ইচ্ছে তাদের ভিন্ন,
মনের মাঝে গরল পুষে
স্বভাবটা খুব ঘৃণ্য!
বিশ্ব জয়ের গল্প শোনায়
সত্য হয় মলিন!
স্বার্থ জয়ে অর্থ লোপাট!
সব করে বিলীন!
সময় এখন করছে দাবী;
করতে হবে পণ,
বিলাপ ছেড়ে রুখে দাঁড়াও
যায় যে চলে ক্ষণ।