দেয়া-নেয়ার খেলার মাঝেও শুনছি,
চলে দাসখত আর দালালীর অপবাদ!
আবার, মেরুদন্ডও নাকি বেজায় মজবুত!
অথচ, দেশপ্রেম নিয়ে বসে বাণিজ্যমেলা!
মুক্তিযুদ্ধের চেতনা আজ লাভজনক পেশা!
সেও নাকি ভাষা সৈনিক, যার ছিল না আশা!
এখন নাকি বদলে গেছে রাজনীতির সংজ্ঞা!
তারই বদৌলতে নাকি মিলে প্রাচুর্যের ভেলা!
এ খেলা নাকি ভাগ্য বদলের মোহনীয় খেলা!
তার ও নাকি কপাল খোলে, যে দেয় প্যালা!
তবে, সাহসের বুদবুদ! সত্যি যদি স্তব্ধ হয়!
মুক্তির আকাঙ্ক্ষা যদি হতাশায় ডুবে যায়!
বাড়বে ক্লেশের তীব্রতা, অবসাদ-অবিরাম!
হারাবে চিরতরে কিন্তু আপনার স্থায়ী ধাম!