জুলাই-আগষ্টের অভ্যুত্থান রুখে দিতে
যারা, এ দেশটাকে বানালো বধ্যভূমি!
তারা কাদের সেবক জেনেছে জনগণ!
মুক্তির অঙ্গীকারে দিল ওরা তাজা খুন-
তাদের সাথে করোনা কেউ বেঈমানী!
ওরা, জীবন বাজি রেখে করল লড়াই!
দেশকে করতে আবার বিমুক্ত স্বাধীন।
কোটি কন্ঠে করলো! সেটাই উচ্চারণ।

কেউ যদি ভাবো তাদের দায়িত্ব শেষ!
জনতার কথা-লালন করতে পরিবেশ-
দিলো তাজা খুন-ওদের বিকল্প নেই!
ওদের হৃদয়ে জন্মেছে! বিপ্লবের ভ্রূণ:
স্বৈরতন্ত্র পতন হয়েছে তাদের ত্যাগে!
তাই তো সম্মান এখন, তাদের ভাগে।