ক্রমশ এগিয়ে চলছি মহাধ্বংসের পথে!
যখন থাকবো না কেউ সাজানো জমিনে-
হয়ে যাবো বিলীন! হবো অস্তিত্বহীন!
যতই এগিয়ে চলছি ধ্বংসের পথে-
হতে হতে–অপবিত্র-অশালীন!
ভুলে গিয়ে মানব-পশুর ব্যবধান-
মানুষ করে হায়! পশুর সাথে মিলন!
ভুলে গিয়ে বিধির বিধান-
ভিন্ন পখে করি সুখের সন্ধান!
যে পথে নেই প্রভুর অনুমোদন।
আলোর পথ ছেড়ে আঁধারে হারিয়ে গেলে
সৃষ্টি হারাবে আয়ু! ধ্বংস হবে ভুবন!
মুছে যাবে আলো, মুছে যাবে সত্য,
যতই আসবে ধেয়ে ধ্বংস! ততই-
হয়তো-এভাবেই সাজিয়েছেন আল্লাহ্ কানন!
যতই ভাবি আমি শ্রেষ্ঠ! প্রকৃতি নমস্য!
পুলকিত হয়ে শয়তান সৃষ্টিকে করে হয়রান!
সময় আর বেশি নাই! গুছিয়ে নেবার সময় এটাই।