ওদের ঘরে লাগা আগুনে তুমি আলু পুড়িয়ে খাবে?
আর কত খিচুরী পাকিয়ে দুনিয়াবাসীকে খাওয়াবে!
রংবাজি আর ডিগবাজি দেখে, বিমূঢ় হই অবশেষে!
মিথ্যাচারের মশলা মিশিয়ে ফন্দি করো ভালবেশে!
জালিমও আজ অশ্রু ঝরায়! আর্ত-মজলুমের তরে!
অন্ধ কি সবাই, নেই কি আলোর ঝর্ণা তাদের ঘরে!
দুঃখ পায় যারা তারাই বোঝে, অশান্তি কারে বলে!
মলম লাগিয়ে-কথার প্রলেপে, সুপ্তি কি আর মিলে!
নিজেকে ভালো বলে বলে, অন্যকে বলি অপরাধী!
অলিকস্বপ্নের দেশে বিচরণ করে! সুখের সুর বাঁধি!
করি কত আলাপন, অন্যের কাছে বিলাপ মনে হয়!
একাল-সেকালের হিসাব না করে ভাবি পাবো জয়!
আপনাকে ক্ষমতাবান ভেবে, আল্লাহ’কে ভুলে যাই!
আসলে, আমার মত আহম্মক! আর বুঝি কেহ নাই।