সাঁঝে নাকি পর্দা উঠবে নির্বাচনী উৎসবের!
মানুষের চিরায়ত রীতির উদ্বোধনী চিৎকার!
জলঘোলা হতে এখনো বাকি আছে আরো?
কতশত মানুষের স্বপন জড়িয়ে আছে এতে!
গণমানুষের নেতা হবার সাধ কার না জাগে;
সংসদে তুলবে ঝড়-মিডিয়ায় আসবে খবর!
পাবে, শুল্কমুক্ত চকচকে স্বপ্নের নতুন গাড়ি!
কথায় কথায় মাতব্বরী-সাথে দেবে হুঙ্কার!
অগোচরেও হয় কত কথাবার্তা তাকে নিয়ে-
চায়ের দোকানে আবার উঠবে মুক্তবিতন্ডা!
জনতা কি ফিরে পাবে, স্বপ্ন দেখার সুনিদ্রা!
ঘুচে কি যাবে বেকারত্ব-ফিরবে কি প্রশান্তি!
কেউই চায় না, আরো রক্ত ঝরুক সমাজে,
আবার যেন বিরাজ না করে, কবরের শান্তি।