আগষ্ট বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধায়-স্মরণে,
শহীদী মার্চের গ্রাহ্যতা অম্লাণ থাক অনন্তকাল।
তাঁদের ত্যাগে অর্জিত স্বাধীনতার সুফল ছড়াক
জনতার মাঝে জীবনের সুস্থ ধারার প্রত্যাশা নিয়ে।
মুক্তির এ ঝান্ডা যেন আর কখনো ছিনতাই না হয়।
না হোক লুটেরাদের কাছে ধীকৃত দেশদ্রোহীদের
নিঃশর্ত আত্মসমর্পনের মাধ্যমে এ দেশ কলঙ্কিত!
তবেই জ্যোতির্ময় হয়ে উঠবে সোনার বাংলাদেশ।

স্বদেশীর বিবেক জাগ্রত হোক-হোক বিকশিত,
প্রশান্তি ছুঁয়ে যাক প্রতিটি হৃদয় থেকে হৃদয়ে।
স্বপ্নহীন অন্তরে জেগে উঠুক বেঁচে থাকার সাধ;
ভালোবাসার জোয়ারে পুলকিত হোক জনপদ।
এ অভ্যুত্থান হোক বিশ্বের সকল দেশের কাছে
সমাদৃত; পূর্ণ হোক অধিকারহীনদের আকাঙ্খা।