শহীদগণই নায়ক!-দালালেরা নয়।
আশুরার শিক্ষাও সেই কথাই কয়।
উপরন্তু দালাল যখন মহাকায় হয়-
তখনই দেশে বাড়ে বৃহৎ অবক্ষয়!

কুটিল ধোঁকা দেয় নানা রূপরসে!
বাহবা জানায় হেসে, ভ্রষ্টরা বসে!
চেষ্টা চালায় ওরা অর্জন বিকাতে!
সবটা গিলে খায় নানা ছলনাতে!

জুলুমের বিরুদ্ধে নিলে অবস্থান!
দানব-দানবীরা, করে আক্রমন!
দুর্নাম দিয়ে ওরা করে অপমান!
এমনকি ছিনিয়ে নেয় ওর প্রাণ!

তখন ছড়িয়ে পড়ে রক্তের ঘ্রাণ!
মুহূর্তে জনগণ চালায় অভিযান।


গণঅভ্যুত্থান!

ঘটে গেছে অভূতপূর্ব বিস্ফোরণ!
শুরু হয়ে গেছে, সর্বত্র উদ্গিরণ!
লাভার স্রোতে ভষ্ম হবে জঞ্জাল;
দেশদ্রোহীর তিক্ত চেতনার ঘ্রাণ!

তিমির ভাগাতে, জ্বেলেছে রশ্মি!
বিনিদ্র রজনীতে তাড়াতে দস্যি!
নেই কারো গভীরে শ্রান্তি আজ।
সব অর্গলই ওদের কাছে নস্যি।

বাঁচার স্বপন নিয়ে কাটায় ক্ষণ!
কেড়ে নেয়-অধিকার তস্করগণ!
প্রতিবাদী গড়ে তুলে প্রতিরোধ!
তাই তো রাজপথে রক্ত প্লাবন!

সময় সন্নিকট কাটবে ধোঁয়াশা!
মিলেছে বঞ্চিতের মনের ভাষা,
বজ্রকণ্ঠে তাই তোলে আওয়াজ
পূর্ণ হতে পারে সকলের আশা।




সবাইকে মহাবিজয়ের শুভেচ্ছা।