দু'চোখে ভাসে একাত্তরের সেসব লাশ!
কি ভয়ঙ্কর সে দৃশ্য, হানাদাররা জঘন্য!
সব সত্য, প্রতিবাদীরা ছিল মুক্তিসেনা;
দাবী যৌক্তিক হলে, আজকের ত্যাগও
নয় রাষ্ট্রদ্রোহীতা? হবেই অতুল-অনন্য।
যত বিপন্ন হোক প্রজন্ম, তবু ওরা ধন্য।
কখনো বৃথা যায়না সত্যাগ্রহীদের রক্ত;
বাড়তে থাকে নিরন্তর, তাদের অনুরক্ত।
পথে-ঘাটে-বাজার-হাটে সব ঘরে ঘরে
জেগে উঠে অসহায়! অবস্থা তাই বলে।
সময় করে না স্রষ্টা ছাড়া কারো দাসত্ব-
তাই, সৃষ্টি হয় আলাোড়ন-বাড়ে বন্ধুত্ব!

তখনো হুংকার দিতো জালিম সরকার!
তবু হয়েছিল ক্ষয়, আজও হবে আবার।

রচনাকাল=২৪/০৭/২৪