কিছু কিছু ত্যাগ বিশ্ববাসীর হৃদয় ছুঁয়ে যায়-আর
মুক্তির চেতনাকে শাণিত করতে প্রেরণা যোগায়।
প্রতিবাদ-আন্দোলন-বিদ্রোহের উপমা হয়ে যায়।
মজলুমের মুক্তির সাধকে, সত্যে পরিণত করতে
পথপ্রদর্শকের মতই অনুপ্রেরণার উৎস হয়ে যায়।
ওদের মত বীরদের মৃত্যু নেই-ওরাই স্বপ্ন ছড়ায়।
অধিকারহারাদের দু্র্গম পথকে সাবলীল করতে-
সবটুকু কষ্ট শুষে নিয়ে বিষমুক্ত করে দিয়ে যায়।
আর, সেই পথ বেয়েই নেমে আসে বিজয় বার্তা!
ওরাই তারা-যারা রক্তাক্ষরে ইতিহাস রচনা করে
আলোর ফোয়ারার মতনই নক্ষত্রের খেতাব পায়।
মুক্তির সোপান হয়ে স্বাধীনতার প্রতীক হয়ে রয়।
হে মহান স্থপতি! ওপারের জান্নাতুল ফেরদৌসে
নির্মাণ করে দাও, তাদের তরে শাশ্বত শান্তিনীড়।