আঁধার তাড়িয়ে যারা করিয়েছে আলোর পরিচয়
অতীতের পচা-গলার চেয়ে, তারা কি উত্তম নয়?
পচা-বাসি হয়ে গেলে, তারা তো পরিত্যাজ্য হয়!
আলোর ফোয়ারা রক্ষা পেলে, সত্যের হবে জয়।

জর্জর চায় ভ্রষ্টদের নিপতন! জালিমের পরাজয়;
চায়! উত্তরণের জলস্রোতে, ভেসে যাক অবক্ষয়!
ঐক্য বিনষ্ট হলে! কার হয় লাভ-কে হবে বিপন্ন!
চিনতে হবে তাদের-যারা করে নিন্দিত অভিনয়!

অলক্ষে করে চক্রীর অর্চনা! দেখিয়ে জুজুর ভয়!
ওরা সুবিধাবাদী! মুক্তির পথে-অভাবিত বিস্ময়!
আর কতকাল নিপীড়িত হবে! সইবে-অত্যাচার!
জাতির সাথে করোনা ছলনা করিও না ভয় আর।

তুমি কি রবে চিরকাল বেঁচে, করো না বেঈমানী
সুযোগ আসে না বার বার জেন, তুমিও সম্মানী।
শহীদী মরণ পায় কয়জন! স্বদেশের তরে মরো
ইতিহাসে রবে হয়ে মহাবীর-দেশটা রক্ষা করো।