নব্বই-এর চোখে যেমন, চব্বিশ নয়,
তেমন চব্বিশের চোখে-একাত্তর নয়।
নব্বইতে ছিল অন্যরকম আন্দোলন!
তবে একাত্তরের সাথে ছিল সংগমন।
একাত্তরে দেখেছিলাম অগণিত লাশ!
পশু-আর পাখিতে করেছে টানাটানি!
বাঙ্গালীদের সহিত ছিল পাকিস্তানের
সশস্ত্র সৈনিকের মুখোমুখী হানাহানি!
নব্বইতে আন্দোলন যখন শেষ প্রায়;
তখন নাম রক্ষার্থে করেছিল কেউ বা
আন্দোলনের নামে, খানিক অভিনয়!
তেমনি, বাংলাদেশ যখন জয়ের ঠিক
কাছাকাছি তখন দাদারা হামলা করে-
মোদির মতন করে দাবী করার তরে!
যদিও মুখ্যরা ভেগেছিল মার্চের শেষে,
দলেবলে তথায় ছিল-অতিথির বেশে!