মানুষে-মানুষে হায়! কতটাই ব্যবধান!
সম্ভ্রম রক্ষায় কেউ জীবনকে করে দান!
কেউ ভোগ করে মর্ত্যের সব উপাদান!
লজ্জাহীনের কাজে, কে করে বাধাদান!
যারা দাম্ভিক-তাদের দ্বারা সবই সম্ভব!
তাদের কারণে আসে, আল্লাহ’র গজব!
মন্দের কারণে, ভালোরাও হন বরবাদ!
গ্রহণ করতে হয় সব মিলে তিক্ত স্বাদ!
এসো তাই, নির্লজ্জতাকে করি পরিহার;
পরিবেশ ভালো রেখে করি সব আচার।
চেষ্টা করি, সবাইকে সত্য শিক্ষা দেবার,
যেন সবাই, ভোগ করে ন্যায্য অধিকার।
ইনসাফ থাকে যদি সবাই পায় সুবিচার,
তবে পাব শান্তি, খুলে যাবে সুখের দ্বার।