স্বৈরতন্ত্র গ্রাস করবে মর্ত্যজমিন অচিরেই!
বিধ্বস্ত হবে দর্শনের অস্তিত্ব সারা বিশ্বময়!
ক্ষমতার মোহই সংহার করবে গণসৃষ্ট তন্ত্র!
মানবে না কেউ কারো নৈবেদ্য অসঙ্কোচে!
জমিন হবে রণক্ষেত্র! গর্জে উঠবে প্রহরণ!
দানব দখলে নিবে রাজাসন ন্যুব্জ সিদ্ধান্তে!
রক্তের স্রোতে ভাসবে জনপদ প্রলয়কান্ডে!
দণ্ডনায়ক হবে, নির্দয় শয়তানের উপাসক!
বিভ্রান্তির শিকার হয়ে জনতা হারাবে সহায়;
দুর্ভিক্ষ দিবে হানা, মরবে বেশুমার জনগণ!
মানবিকতা লুপ্ত হবে, বাড়তে থাকবে অহম,
মানুষের তরে মানুষের, থাকবে না বিসর্জন!
স্বার্থের তরে অনাসক্ত হয়ে, পর হবে স্বজন!
আর, তখনই সুযোগ নিবে স্বার্থান্বেসী দুর্জন!