পারলে ঠেকাও নইলে ভাগো
মারিও না বোলচাল,
কিই বা আছে শক্তি তোমার
কিই বা আছে ঢাল!
পারছে বলেই করছে ঘায়েল
দিচ্ছে তোমায় শাল!
সবাইকে তারা মামুলি ভেবে
চালছে নতুন চাল!
জ্ঞান-গরিমায় ভাবছে সেরা
তাইতো মারে ফাল!
লম্ফ মেরে, পার হয়ে যায়
বিশাল বিশাল খাল!
আসবে যখন শেষের সময়-
যতই বিছাও জাল;
ছিঁড়বে তোমার হালের দড়ি
সেটাই হবে কাল!