ষ্টেডিয়াম ভরা অপেক্ষমান দর্শক জয় নিয়ে ফিরবে!
আকাশটা কিঞ্চিত মেঘাচ্ছন্ন! তবু খেলা চলছে।
মধ্যাহ্নভোজের পর খেলা আবারো শুরু হতে যাচ্ছে।
ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে “চ্যাম্পিয়নস ট্রফি!”
কে পাবে, কার ভাগ্যে জুটবে! সবাই উদগ্রীব!
প্রতিপক্ষের বেশ বড় একটা স্কোর টপকে যেতে হবে!
বড় আশা নিয়ে ক্রীজ’এ দন্ডায়মান ক্যাপটেন,
অপরপ্রান্তে রানিংমেট অবিচল-হাস্যোজ্জল।
সময়ের সাথে সাথে কমে আসছে ওভারের সংখ্যা;
বাড়ছে উদ্বেগ সবার মাঝেই, কে পাবে জয়!
নিয়মিত বিরতিতে ঝরে পড়ছে মূল্যবান উইকেট!
যদিও একপ্রান্ত আগলে রেখেছে ক্যাপটেন
দারুন ধৈর্য আর আস্থার সাথে, পাচ্ছে রানও।
তবু, সংশয় আছে মনে, কখন কি হয়ে যায়!
শেষের উইকেট বলে কথা! ভরসা কোথায়!
তাই বুঝি হ’লো শেষে, মিলবে না বিজয় আর;
দুঃস্বপ্নের মতই শেষ উইকেটটিও ঝরে পড়লো-
যা ছিল ধারণারও অতীত! এবার ঘটলো পরাজয়!