অসভ্যদের বুকে-পিঠে দেখি সভ্যতার মনোগ্রাম!
এভাবেই প্রকাশিত হয়! ওরাই পিশাচের সৈনিক!
ওরা ভন্ড-অবাধ্যের দোসর, শয়তানের উপাসক!
ওরা চির অভিশপ্ত! অশুভ শক্তি! বিশ্বের অবক্ষয়!
ষড়যন্ত্রের আখড়ারে ওরা কত মুগ্ধকর নাম দেয়!
ওরা নির্মাণ করে, কল্পিত ভাবী বিশ্বের মানচিত্র!
তাই গড়ে তোলে দলেবলে আগ্নেয়াস্ত্রের ভান্ডার!
কখনো হুইসেল দিয়ে! ঘাতনের পরীক্ষা চালায়!
নির্বিচারে হত্যা করে! অক্ষম নারী-শিশু বিশ্বময়!
তাতেই ভাবে! এই বুঝি পেয়ে গেলো বৃহৎ জয়!
তার আগেই গিয়ে দেখে আয়, জমিনের যাদুঘর;
প্রমাণ আছে, পিশাচ-সেনাদের হয়েছিল পরাজয়,
লিখা আছে সমস্ত মহামানবদের জয়ের ইতিহাস;
সত্যের জ্যোতি অবিনশ্বর! তাই স্বস্তির হবে চাষ।