পতিত মূল্যবোধ রুগ্নকন্ঠে ডেকে বলে-
একাত্তরকে যারা ভুল পথে নিয়ে গেছে
তারা কেউ একাত্তরের লক্ষই বোঝেনি!
সেদিনের মা সন্তানরে বলেছিল ডেকে,
যুদ্ধে বিজয়ীর বেশে ফিরে এসো বুকে।
কাঁপেনি জননীর বুক পায়নি তারা ভয়!
দেখেনি পিছে ফিরে-পুত্র চেয়েছে জয়;
ভুল বুঝে নেতৃত্ব সৃষ্টি করেছে অবক্ষয়!

তাইতো যা হবার, তাই হয়েছে পর পর;
জনতা স্তব্ধ-নির্বাক! হারিয়ে বাড়ি-ঘর!
মুক্তির আশা ক্ষীণ, শক্তিধর হলো হীন!
মুক্তিযোদ্ধা তবু, চায়নি ক্ষমতা সেদিন!
বিনা বাক্যব্যয়ে-অস্ত্র করেছে, সমর্পণ!
সেটাই কি ছিল তবে, অশুদ্ধ-আচরণ?