ষোলই ড়িসেম্বর, উনিশ’শ একাত্তরে
গোপনে-অজ্ঞাতে! ছিনতাই হয়েছিল
রক্তঘামের দামে! অর্জিত স্বাধীনতা!
সেদিনই বুঝেছিলাম পারিনি বলতে!
তবে, শঙ্কায় নয়-স্তম্ভিত হয়েছিলাম!
যা ভুলেও ভাবিনি তা হয়েছিল বলে!
আত্মসমর্পণের! চুক্তিস্বাক্ষর আচারে-
সেনাপতিরে নিমন্ত্রণ জানায়নি বলে!
কিংকর্তব্যবিমূঢ় জাতি চমকিত হ’ল!
সবকিছু হয়ে গেল কিছু বুঝার আগে-
যদিও করা হয়েছিল কঠিন প্রতিবাদ!
কিন্তু ততদিনে গড়ে তুলেছিল ভীষণ
এক জল্লাদ ঘাতকবাহিনী এই দেশে!
শহীদ হয়েছিল, বেশুমার মুক্তিযোদ্ধা
প্রকাশ্য দিনের আলোয় নির্মম ভাবে!
চব্বিশের শহীদদের স্মরণে-
আমার পৃথিবীতে আছি তো বেশ,
শুধু তুমি নেই-আজ-আশেপাশে!
কতকথা জমে আছে এই হৃদয়ে!
বলা নিষেধ তাই-আছি চুপ করে।
সেই যে চলে গেলে ফিরবে বলে-
পেলাম-অন্তে, রক্তে ভেজা লাশ!
তোমার বদলে পেয়েছি স্বাধীনতা
তাইতো, নীরবে নিয়েছি মানিয়ে।
আজ তুমি নেই মুক্ত বাংলাদেশে!
কেড়ে আনলে জীবনের বিনিময়ে-
হারানো সেই রক্তে কেনা বিজয়!
দিয়ে গেলে অবলীলায় আমাদের
নিঃস্বার্থ উপহার! মুক্তির নিদর্শন!
হৃদয়ের মাঝে রইবে-অনন্তকাল।