মুখোশের আড়াল থেকে বেড়িয়ে এলো
অশিষ্ট-অনার্যের মুখ!
দস্যুতার মাধ্যমে ওরা ফিরে পেতে চায়
বিগত সেই মধুর সুখ!
বন্ধুত্বের অন্তরঙ্গতা বিদীর্ণ হওয়ার পরে
ফাঁস হয় আসল রূপ!
ন্যায্যতার প্রসঙ্গ ভোলার অভিনয় করে
হয়ে যায় নির্বাক-চুপ!
চেনা মানুষ শুধু অচেনাই নয়-হয়ে যায়
দাম্ভিক-ভয়ঙ্কর শত্রু!
দেখে মনে হয় কোনকালেই ছিলনা সে
হিতাকাঙ্ক্ষী বা মিত্র!
কেমন করে বদলে যায় পরিচিত মানুষ
দেখায় সে উল্টোপিঠ!
অবুঝের মত বুঝেও বুঝতে চায়না কিছু
সম্বন্ধে দেয় ওরা গিঁট!
এইতো মানুষের প্রেম আর ভালোবাসা;
কিভাবে শুষে নেয় রস!
কাঙ্খিত কিছু পেলে খুশি থাকে মহাজন
না পেলেই চায় বিনাশ!