মুক্তির আকাঙ্খায় বিপ্লবী মৃত্যুর ভয়কেও করে জয়!
স্বয়ং শাসক হলে ক্ষমতার দাপটে অতীত ভুলে যায়!
মানুষ ক্ষমতাবান হয়ে পরোপকারী হলে-শ্রদ্ধেয় হয়;
জালিম হলে, প্রভুর রোষানলে পড়ে অবশ্য হয় ক্ষয়!
সেই পতনকে স্রষ্টা, অন্যের তরে করে নিকৃষ্ট দৃষ্টান্ত!
তবুও মানুষ, নিজেদের পরাক্রম ভেবে করে ষড়যন্ত্র!
এভাবে আল্লাহ্, স্বীয়কে শ্রেষ্ঠ বলে করেন উপস্থাপন!
তিনিই মহান বলে তাঁর যাবতীয় সৃষ্টিরে জানান দেন।
শয়তান প্রখ্যাত ছিল! নফসের ধোঁকায় হয় অভিশপ্ত!
আমরাও বুঝে শুনে, শয়তানের স্বভাবকেই করি রপ্ত!
বুঝি না তাঁর শক্তির মহত্ব, হয়ে উঠি অল্পেই উদ্ভ্রান্ত!
হয়ে উঠি দাম্ভিক! করে তুলি বিশ্বসমাজকেই অশান্ত!
এখানেই সবার সীমাবদ্ধতা তবু দেখাই কত-অহঙ্কার!
সার্বভৌমত্বের-অধিকারী শিক্ষা দিতে করেন ছারখার!