যে দানব শান্তির তরে হুমকি!
তা কারো কাছেই আরাধ্য নয়।
গণতন্ত্রের অভিযাত্রায় ভয়শূন্য
যাত্রীরা ছুটছে সত্যের সন্ধানে;
মুক্তির ঘ্রাণ সুখের বার্তা দেয়,
রুদ্ধ স্বপ্ন হবে এবার অবমুক্ত।
কে চায় থাকতে, সতত রিক্ত?
সবাই হতে চায় স্বস্তিতে সিক্ত।

আলেয়া বেশিদিন চমকায় না;
সত্য প্রকাশ পায় ক্ষণের ছন্দে,
যেমন রাতের আঁধার লুপ্ত হয়-
প্রাতের শুরুতে স্রষ্টার নিয়মে।
তাই আশাবাদী হতে ভুল নেই
সময়ের পরিক্রমায় পৃথিবীতে।