এসো ভাবি সেই অনন্তকালের জীবনের কথা!
যেখানে শান্তি। রইবে না অশান্তির কোন চিহ্ন।
যেখানে থাকবে না অভাব-অনটন-রোগশোক!
যেখানে জীবন হবে না বিবর্ণ, হবে নারে জীর্ণ।
যদি চাই এমন জীবন মৃত্যুর পরে সেই খানে,
জমিনে থাকতেই করতে হবে, রসদ উপার্জন;
স্রষ্টার বিধান মেনে নিয়ে কাটাতে হবে জীবন,
হতে হবে সংযমী, করতে হবে অপকর্ম বর্জন।
সৃষ্টির রহস্য! যদিও বা কারো বোধগম্য নয়!
তবু করতে হবে সত্য লালন-আলোর সন্ধান;
ছাড়তেই হবে শিরকের বিপথ, মিলবে সুফল-
ছাড়তে হবে লোভ-মোহ, পিশাচের প্রলোভন।