ভোগের মধু পেলেই-ওরা খুশিতে বাগবাগ!
তরল বলে গরল দিলেও হয়না মোটে রাগ;
ধান্ধাবাজি করতে রাজি, পায় যদি-আশ্বাস!
উপরি দাতার মিথ্যাকথা, খুব করে বিশ্বাস।
চৌকশ বলে দেয় পরিচয়! ভণ্ড গুরুর দাস!
বদ্ধ গলি খুঁজে পেলে করে নর্দমাতেই চাষ!
সত্য শুনে মুখ কালো হয়-নষ্ট পাখির ছাও;
বেহুদা কাজে বাধা দিলে! হাতে নেয় দাও!
শয়তানীতে ভীষণ পাকা, মাস্তানীতে সেরা!
ধরলে কষে উঠে ফুঁসে-খুলি ওদের ন্যাড়া!
কুঞ্জপথের বার্তা জানা! কে করে কই বাস!
চান্দা না দিলে চান্দু তুমি, মরে হবে লাশ!
বিচার করার চিত্ত কারো আছে নাকি বুকে!
তবে হবে শীর্ষ খবর! স্বজন মরবে শোকে!