সাবধান! আসছে দাজ্জাল!
চেষ্টা করবে “ওয়ান ওয়ার্ল্ড অর্ডার” প্রতিষ্ঠা করার!
তাই, পরিকল্পিতভাবে ধ্বংস করবে জনগোষ্ঠীর দুই তৃতীয়াংশ!
বাকিদের কাউকে কাউকে রাখতে চাইবে দাসের অভাব মেটাতে!
তাই, চালিয়ে যাবে চক্রান্ত্র! যেন, বর্তমান এবং আগামী প্রজন্ম
দাসের জীবনকে মেনে নিতে পারে বিনাবাক্যব্যয়ে, সহজে!
সেকারণেই, হয় তো এদেরকে ভুল শিক্ষা দিয়ে
তাদের জীবনকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে!
যদিও সে হবে না সফলকাম;
তবু আমাদের সজাগ থেকে ঈমান বাঁচাতে হবে।
যেন, ঈমানের পরীক্ষায় আমরা হেরে না যাই,
পরকালের জীবন যেন হয় সুখ ও শান্তিময়;
তাই, এড়িয়ে যেতে হবে দাজ্জালের ভেলকিবাজিকে।
অটল থাকতে হবে মহান স্রষ্টার প্রতি বিশ্বাসে।