সচল নগর অচল হলে
বেতাল হবে রাজনীতি!
পরবধুর সাথে ভাঁড়ের
জমবে না! প্রেমপ্রীতি!
সার্কাসে মিশছে এসে
হরেক রঙের ছাগলে!
রঙমহলে বিধান রচে
বিবিধ রকম পাগলে!
লুটপাটের ভাগী হতে
পদক ধারী মদকগণ-
শেয়ালের মতই তারা
সমাবেশে অংশী হন!
আদর দিলেই বাঁদরে
প্রশ্রাব করে! মস্তকে,
ওলটপালট করে সব
ভেংচী কাটে ফটকে!
রক্তচোষার বংশধরে
শুষেই নেয় সব রক্ত!
মুহূর্তে ছড়িয়ে পড়ে-
শয়তানের সব ভক্ত!