এমনই এক জনপদের কথা করবো বর্ণন,
যেখানে সংক্রামক ব্যাধির মত অতি দ্রুত
ছড়িয়ে পড়ে, প্রতিহিংসার ভয়ঙ্কর আগুন!
সেখানে স্খলিত-বিভ্রান্ত ছাড়া অন্য কারো
দেয় না চাকরি-অথবা কাজের প্রমোশন!
যারা করতে পারে বেশি বেশি মনোরঞ্জন!
তাদের ভাগ্য খুলে যায় পয়মন্তের মতন!
ওরা ক্ষমা পায় শত অপরাধ! পায় যতন!
কেউ পায় দুঃখ-কষ্ট, কেউ বা পায় রতন!
কেউ পায় নিন্দা, কেউ করে মুক্ত বিচরণ;
যে করেনা তেলবাজি-তার জোটে পীড়ন!
কেউ ফুরফুরে মেজাজে করে, বিশ্ব ভ্রমণ!
হায় কি দারুন! যদি পেতাম তার সন্ধান!
বিনিময়ে দিতাম খুশিমনে সবই বিসর্জন!