রাত্রি গভীর! হঠাৎ ভয়াল আক্রোশে
ঝড়-তুফান তছনছ করছে বাড়ি-ঘর!
আতঙ্ক ছড়িয়ে পড়ছে সবারই মাঝে-
হয় তো হামলে পড়বে প্রচন্ড সুনামী!
শুরু হয়ে গেছে কোথায়ও ভূমিধ্বস!
ছুটে আসছে ভয়ঙ্কর জগদ্দল পাথর!
সহসা চেপে বসেছে পাঁজরের উপর!  
দম বন্ধ প্রায়! ভেঙ্গে গেল গাঢ় ঘুম!

ঘর্মাক্ত দেহ কাঁপছে! বিপত্তির ভয়ে!
আর কত বার দুঃস্বপ্নে আঁৎকে উঠা!
মনটা চায় দূর করতে হবে চিরতরে-
কালোরাতে তার থাবায় চমকে উঠি!
মোটেই নয়-এবার মুক্তি চায় সবাই;
রাতের আঁধারকে করতে হবে জয়।।