বিশ্বরাজনীতির বেহাল দশায় দিচ্ছে না কেউ সমাধান!
স্বার্থের তরে বলে কত কথা, গাইছে কত মজার গান!
অধিকার ছিনিয়ে নিতে চলে বাহানার সাথে অত্যাচার!
সত্য প্রকাশে শপথ করো যদি, হাতিয়ারে দিবে শান!
গতকাল আসরের প্রিয় কবি জগদীশ চন্দ্র মণ্ডল এর "পগার পার” কবিতায় করা আমার মন্তব্যটি আজ আসরে কবিতা আকারে প্রকাশ করলাম। স্বাভাবিক কারণেই কবিতাটি কবি জগদীশ চন্দ্র মণ্ডলকেই উৎসর্গ করলাম।