আজ আমি তোমায় দিলাম, এ হৃদ উপহার!
নাওগো তুমি প্রিয়া আমার না বলো না আর;
স্বপ্ন নিয়ে বেঁচে আছি! গুনছি প্রহর অবিরাম!
হৃদয় নিয়ে দাওগো আমায় হৃদয়টা তোমার।