রুবাই-১৪২

ঢিল মেরে কেন ভাঙ্গলিরে চাক
ক্ষেপে গিয়ে ওরা নিয়েছে বাঁক!
তাড়িয়ে ধরে ওরা ফুটাবেই হুল!
মাটির গর্ত মাঝে দেহকে ঢাক।

রুবাই-১৪৩

ছোবল মেরে করলি স্বপ্ন নাশ
সঙ্গী নিয়েছে হাতে শক্ত বাঁশ!
সর্পরাজের দেহটাকে সে জন
পিটিয়ে পিটিয়ে বানাবে লাশ!

রুবাই-১৪৪

ছিঁড়ে দিলি কেন জেলেদের জাল?
ছাড়বে না তোদের, ভাঙ্গবেই হাল!
গয়নার নৌকাখানি, উল্টিয়ে দিলে
বাঁচাতে পারবি না তুই রঙিন পাল।