অনিয়ম-অনাচার, করলে পৃথিবী গ্রাস!
পড়বেই শুধু বিশ্বব্যপী লাশ আর লাশ!
সেই দিন হয় তো আর বেশি দূরে নয়;
যখন আর হবেনা নিয়মের কোন চাষ!
গতকাল ৩১/০৮/২৩ তারিখে প্রিয় কবি, প্রণব লাল মজুমদারের "হয়তো ভরসা জোগাতে পারে" কবিতায় করা আমার মন্তব্যটি আজ আসরে রুবাই আকারে প্রকাশ করলাম। সঙ্গত কারণেই কবিতাটি প্রিয় কবি, প্রণব লাল মজুমদারকেই উৎসর্গ করলাম।