ঘোলাজলে নেমেছে শিকারী!
রুই-কাতলার করছে খোঁজ!!
মৌ-লোভী করে মধুর সন্ধান
অরণ্যের মাঝে, রোজ রোজ!
স্তম্ভিত বাতাসও খাচ্ছে পাক!
এ কি নতুন ঝড়ের পূর্বাভাস!
খলবল করে ঠিকানা হারিয়ে,
আশ্রয় দেয়, মেঘলা আকাশ!
বিচিত্র রংয়ে! রঞ্জিত পন্ডিতে
নানা মঞ্চে করে বন্ধু তালাশ!
তৃণমূলে যারা ছিল শঙ্কাগ্রস্ত!
ফের তারা, করছে হাঁসফাঁস!
মাকাল ফলের ভিড়ে সঙেরা
অনুপ্রবেশের দিচ্ছে-আভাস।