স্বার্থের দ্বন্দ্বে ঘুরে যায়! রাজনীতির খেলা!
শত্রু বন্ধু হয়-বন্ধু হয় শত্রু! ভ্রষ্টের মেলা!
ভোল পাল্টায় যখন, পায় অনুরক্তির ঘ্রাণ
এরই নাম তাগুতের খেলা! ভোগের টান!
এত ভালো লাগে তোদের দিল্লীর লাড্ডু!
কতই না সহজে ভুলে গেলি-ওদের গাট্টু!
যে খেয়েছে-মরেছে! যে চেয়েছে! সেও!
আবার চায় সে মজা, অধুনা কেউ কেউ!
প্রতিষ্ঠিত শক্তিগুচ্ছ! বারবার যখন ব্যর্থ
তখনই পেয়েছিল জয় নবোত্থিত নক্ষত্র;
এ বিজয়টা! ছিল না শুধু ছাত্র-জনতার;
ছিল-আল্লাহ্'র অনুদান, সমাহিত বর্বর।
এ সত্যকে সুরক্ষা দিতে, চাই দৃঢ় ঐক্য
তবেই বিনাশ হবে! মানবশত্রু-দুষ্টচক্র!