আপন খেয়ালে আল্পনা এঁকে বসেছেন আপন আসনে।
সবকিছু গোপন রেখে খেলেছেন মহাসৃষ্টির খেলা!
সৃষ্টি করেছেন অবিনশ্বর আত্মা, দিয়েছেন তার সত্তা!
মাতৃগর্ভই তার বাহণ, করেছে বিচরণ জমিন জুড়ে!
যাদের বহণের দায় শেষ, অক্ষম হয়ে ফিরেছেন শেকড়ে!
চলবে এ ধারা মায়া-মমতায় ভর করে ঠিক ততদিন;
যতদিন ফুরাবে না স্রষ্টা কর্তৃক সৃষ্ট রুহের মিছিল!
মিছিল শেষে সমাপ্ত করবেন তিনি এপারের খেলা!
অতঃপর ওপারে ভাসাবেন তিনি অনন্তকালের ভেলা!
এরই মাঝে সাজাবেন মহাসৃষ্টিকে কতনা অলংকারে-
যার চমকে কেউ বা হারাবে খেই, কারো বাড়বে জ্বালা!
ধৈর্য পরীক্ষায় পেলে জয়, বসাবে ওপারে স্বপ্নের মেলা,
যার পিছনে রয়েছে-থাকবে সৃষ্টি রহস্যের আসল সত্য।
যা জানেন শুধুই তিনি, যিনি সর্বময় ক্ষমতার অধিকর্তা।