এ কেমন সময় বলো হায়!
যা লিখি সেটাই প্রতিবাদী হয়ে যায়!
বাড়ছে শুধুই মানুষের কষ্ট!
চতুর্দিকে যারে দেখি, মনে হয় ভ্রষ্ট!
বাড়ছে আন্দোলনের ঝড়!
ভাঙ্গছে কত মানুষের সাজানো ঘর!
গণতন্ত্রের অর্থ কত রূপ?
সঙ্কটে দিতে থাকো তারে তুমি ধূপ!
লিখে যাও, তারই সংজ্ঞা-
সাবধান! রাজ্যে বাধেনা যেন দাঙ্গা;
ভুলেও হারাইও না দিশা-
বারুদে সবারই হবে, মরণের দশা!
নেই হিতের আযোজন!
নেই-অনুধ্যায়ে গভীরতার নিদর্শন!
আবেগে-দম্ভে সব মত্ত!
ছন্দ হারালে হবে পশুতুল্য উন্মত্ত!