আরজিটুকু শোনো আমার প্রিয় দেশবাসী;
তখন না হয় দিয়ে দিও, ইচ্ছেমত ফাঁসি!
বলতে যা চাই নয় মোটে-অতিশয় বাসি!
তৎপূর্বে-একটু না হয়, চলো ঘুরে আসি।

ভেজা ঘাসে নগ্নপদে হাঁটছিলে তুমি কবি
ঠিক তখনই পূবাকাশে উঠছিল লাল রবি,
আহ! দেখে মনে হলো সুন্দর যেন সবই
অপ্রস্তুত ক্ষণে তোলা-দারুন একটা ছবি।

লোভ লালসার আতিশয্যে সৃষ্টি হয় বন্য;
ঈর্ষা-দ্বেষ মনকে করে, বড় বেশি জঘন্য!
অগ্রনেতা এমন হ’লে সমাজ হয় বিপন্ন!
তখনই মনে হয়, দুনিয়া কতইনা নগন্য!

তাই তো বলি, রাজনীতি হতো যদি শুদ্ধ
সবাই হ'তো মনের মত, যেমন মন্ত্রমুগ্ধ।