তখনো-আকাশে ছিল, পূর্ণিমা চাঁদ!
আর ছিল ঝিরিঝিরি হিমেল বাতাস;
নভময় তারকা ছিল, কি মধুর রাত!
আঁখিতে ছিল না ঘুম-স্মৃতিতে তুমি;
ভেসে উঠে স্মৃতিপটে মোহনীয় মুখ।
ফিরে আসে মনের গভীরে সুপ্ত সুখ।
ফিরে যাই ফের সেই, সতেজ দিনে,
তাই তো কষ্ট পাই আজ তুমি বিনে।
হারাবার ব্যথায় ভুলে যাই-জৌলুস;
লুপ্ত হয়েছে জীবন থেকে-অভিলাষ!
তুমি নেই কিছু নেই, নেই যেন শ্বাস
নেই মোটে স্বীয় প্রতি, আর বিশ্বাস;
স্বপ্নভঙ্গ করে দিয়ে গেলে-অবসাদ!
হয়তো পাবোনা ফিরে পূর্ণিমা চাঁদ!