বড় কোন কিছু করার পূর্বক্ষণে
গুছিয়ে নেয় সকলেই গোপনে!
আমজনতায় রাখেনা সে খবর।
চালায় মেরুকরণের অভিযান!
যাচাই করে কে কার প্রিয়জন!
আসন্ন জয়ের তরে, চাই সবর,
কেউতো নয় চিরশত্রু বা মিত্র!
সময়ের সঙ্গে ঘুরে যায় ফন্দি!
তাই তো নীরবে চলছে আদর!
বিবর্তনের গুঁতায় কত হয় ক্ষয়,
সুপ্রিয়ও তখন দূরে সরে যায়!
অশ্রুত টুলিও হয়ে যায় সদর।
জ্ঞাতিও কেটে পড়ে! অলক্ষ্যে,
চিরদিন পায় না কেউ কদর!