হেরার গুহায় এসেছিল দ্যুতি
মর্ত্য হ’ল আলোকময়,
জুলুম-নির্যাতন হ’ল অবসান
সত্য করলো বিশ্বজয়।
মূর্খরা ছিল জংলী-স্বেচ্ছাচারী
বর্বরতাই ছিল আচার!
জুলুমের পর জুলুম চালাতো
হ’তো না তার বিচার!
নারীজাতি ছিল ভোগের বস্তু
ব্যাভিচার ছিল সিদ্ধ!
ক্ষমতার ছিল অনেক বড়াই
সমাজ ছিল না ঋদ্ধ।
ইচ্ছের দাস ছিল সেই গোষ্ঠী
হানাহানী হতো নিত্য!
সামান্য কিছু নেতাদের ছিল
জনপদের সব বিত্ত!
শেষে এসে জ্যোতির প্রবাহ
হৃদয় করলো শান্ত,
বহিষ্কৃত হলো দুর্বৃত্তের দল
মার্জিত হ’ল প্রান্ত।