সত্য হাঁটে আলোর পথে
ভ্রষ্ট লুকায় জঙ্গলে,
তারাই মানুষ হাসে যারা-
বিশ্ববাসীর মঙ্গলে।
অন্ধকারে বাস করে যে
খাস্তা বলে নিন্দিত!
মানুষদের চায় যে ক্ষতি
গর্হিত বলে চিহ্নিত।
পর্ণতারকার দলিত দেহ
যশস্বী’র পায় কদর,
অশিষ্টের উদোম শরীর
পাচ্ছে খুব আদর!