জেগে উঠো পোড়-খাওয়া বিষন্ন জনতা।
মিছিলে মিছিলে পরিপূর্ণ হোক রাজপথ।
এদেশ তোমার-আমার, সকল মানুষের
আঠারো কোটি আর্ত-বঞ্চিত-মজলুমের।
নেমে যাও দল বেঁধে অধিকার আদায়ে;
পুনরুদ্ধার করি সবে, দেশের স্বাধীকার।
এদেশ সকলের, রক্তরঞ্জিত সংগ্রামের!
পণ করি এসো! মান বাঁচাতে পতাকার।
সাবধান! পেতেছে দাস বানাবার ফাঁদ!
মুক্তির আস্বাদ পেতে, চূর্ণ করো গরাদ।
জুলুম মুক্ত করতে হবে, আমার জমিন;
বিতাড়িত করতেই হবে! লুটেরা শকুন।
গড়তে হবে সাম্য! নান্দনিকদের দেশ;
তবেই তৃপ্ত হবে, প্রশান্তি পাবে অশেষ।



রচনাকাল=০৮/০৭/২৪