কেঁচো খুঁড়তে গিয়ে বেড়িয়ে এলো সাপ!
কি যে বিপদে ছিলাম-ওরে বাপরে বাপ!
দেখো এবার বিশ্ববাসী জবান কত সত্য-
আরো আছে-আবডালে, শুরু সবে মাত্র!
তোমরা ভেবেছিলে, বলেছি বেশি বেশি!
দেখো না এসে চুরি করেছে রাশি রাশি!
দেশ-বিদেশে, ঘরে-অফিসে বা ব্যাংকে-
ডলার নেই কোথায়-পকেটে বা ট্যাকে!
আরো আছে! আলমিরার সকল তাকে!
থরে থরে সাজিয়েছে, কত শত প্যাকে!
নিজেরা করেছে চুরি! সাথীরেও ডাকে!
পাকড়াও হলে ফের, শাক দিয়ে ঢাকে!
বস্তা ভরা টাকা-আহা! যেন খুবই সস্তা!
প্রমাণ করে দাও ধরে, হোক না ভেস্তা!