তোমার সামনে আজ কঠিন পরীক্ষা!
স্বদেশের স্বাধীনতা! না করূণা ভিক্ষা!
কোনটাতে করো তুমি স্বস্তি অনুভব?
আপন জমিন নিয়ে দেখ না খোয়াব?
স্বাধীনতা চাও যদি করো মোহ ত্যাগ;
ছাড়তে হবে তোমায়, প্রাচুর্যের ভাগ!
অবশেষ থাকে যদি, দেশপ্রেম বোধ;
করো তবে পূর্বদের, ঋণ পরিশোধ।

আলোকিত চাও যদি, নিজের ভুবন-
স্মরণ রেখো মিলবে, দাসের জীবন!
ঈমানের ঢের দাম, নয় তা খেলনা!
সচকিত থেকো প্রিয় বুঝতে ছলনা।
ষড়যন্ত্র রুখে দিয়ে, ধরে রেখ ঐক্য,
তবেই স্বদেশভক্ত, তবেই না যোগ্য।